ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সিলগালা

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
জবিতে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সিলগালা

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের ভবনের সামনে ককটেল বিস্ফোরণের  ঘটনায় সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ‘অবকাশ ভবন’ সিলগালা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার ৪টার দিয়ে উপাচার্যের নির্দেশে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদ ভবনটির মূল ফটকের সিলগালা করে দেন।



এ বিষয়ে সহকারী প্রক্টর মো. নাসিরউদ্দিন বলেন, ককটেলের গতিবিধি দেখে মনে হচ্ছে এটি অবকাশ ভবন থেকে ছোড়া হয়েছে। তাই আমরা নিরাপত্তার স্বার্থেই ভবনটি সিলগালা করে দিয়েছি।

এদিকে অবকাশ ভবন বন্ধ করে দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে চলচ্চিত্র সংসদের সভাপতি শরিফ আহমেদ সনেট বলেন, অবকাশ ভবনে সাংস্কৃতিক কর্মী ছাড়া কোনো বোমাবাজ থাকতে পারে বলে আমার মনে হয় না। কোনো যাচাই-বাছাই না করে অনুমানের ওপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত সংস্কৃতি চর্চায় বড় বাধা।

সাংস্কৃতিক কর্মীদের ক্ষোভের ব্যাপারটি অবগত করা হলে সহকারী প্রক্টর মা. নাসিরউদ্দিন বলেন, আমরা এটি সাময়িক বন্ধ করেছি। পরিস্থিতি শান্ত হলেই খুলে দিব। সাংস্কৃতিক কার্যক্রমে আমরা ব্যাঘাত ঘটাতে চাই না।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।