ঢাকা: পরীক্ষার্থীরা কোনো দলের নয়, দল-মত নির্বিশেষে সবার সন্তান হিসেবে এসএসসি পরীক্ষায় বসতে যাওয়া শিক্ষার্থীদের সুষ্ঠু পরীক্ষায় বিএনপিসহ সবার সহযোগিতা পাবেন বলে আশা করছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে টানা হরতালে দুই দফা পেছানোর পর শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
পরীক্ষার আগের দিন সন্ধ্যায় মুঠোফোনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলানিউজকে বলেন, শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষকসহ আমরা সবাই সকল প্রস্তুতি নিয়ে বসে আছি।
তিনি বলেন, আশা করি, বিরোধী দলেরও (বিএনপি) সহযোগিতা পাবো। কারণ বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সব দলের নেতাকর্মীদের সন্তান পরীক্ষা দেবে, তারা কোনো দলের নয়।
আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি, কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা রয়েছে।
আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা হবে।
এসব পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল।
কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী আশা করে বলেন, আশা করি, তারা পরীক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করবেন না, সবাই সহযোগিতা করবেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য যা যা করার সে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা গ্রহণে আবারও সবার সহযোগিতা কামনা করেন নাহিদ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী। তবে অবরোধের মধ্যে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে নিরাপত্তাহীনতা আর উৎকণ্ঠা রয়েছে শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে।
হরতালের কারণে ৪ ফেব্রুয়ারির ছয়টি পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫
** অবরোধের মধ্যেই শুক্রবার এসএসসি পরীক্ষা