গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট বিএম কলেজ কেন্দ্রে প্রক্সি দেওয়ার দায়ে সুমি খাতুন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা খাতুন এ দণ্ডাদেশ দেন।
সুমি ধাপেরহাট ইউনিয়নের আরাজি ছত্রগাছা গ্রামের হামেদ আলী মেয়ে। সে আমবাগান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ধাপেরহাট বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান বাংলানিউজকে জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ধাপেরহাট আমবাগান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী লিলা খাতুনের পক্ষে সুমি অংশ নেয়। এসময় সুমিকে আটক করা হয়।
পরে সুমিকে এক বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫