ফরিদপুর: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ফরিদপুরে ৬৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এ বছর জেলার ৩শ’ আটটি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১৭ হাজার ২শ’ ৬৮ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়। এর মধ্যে এসএসসিতে ১৩ হাজার ৬৮৫ পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন, দাখিলে এক হাজার ২শ’ ৫১ পরীক্ষার্থীর মধ্যে নয়জন ও ভোকেশনালে দুই হাজার ৩শ’ ৩২ পরীক্ষার্থী ২৪ জন অনুপস্থিত ছিলো।
ফরিদপুরের এসএসসি পরীক্ষা কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।
এদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জেলার ২৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে জেলার প্রত্যেকটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫