ঢাকা: বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসইউবি’র নিজস্ব ক্যাম্পাসে ৭ ফেব্রুয়ারি, ২০১৫ ইং তারিখে ‘এসইউবি ইন্টার-ইউনিভার্সিটি প্রোগামিং কনটেস্ট ২০১৫” নামে এ প্রতিযোগিতা র আয়োজন করা হয়।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৯১টি দলের ২’শ ৭৩ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ইফতেখার গণি চৌধুরী।
বিচারক হিসেবে ছিলেন বুয়েটের অধ্যাপক ডঃ মোহাম্মদ কায়কোবাদের নেতৃত্বে পনের সদস্যের একটি দল।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে এনএসইউ শিনোবিস, সাশট্ জেফির এবং বুয়েট মিউ।
ডঃ মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে দেশের উন্নতির জন্য বাংলাদেশী তরুণদের মেধাসম্পদের সুযোগ্য ব্যবহারের ওপর গুরত্ব আরোপ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন এসইউবি ট্রাস্টি বোর্ডের সভাপতি ডঃ এ, এম, শামীম।
সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর এ,এ,কে,এম লুৎফুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫