ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চার ছাত্রের বিরুদ্ধে এক ছাত্রীকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছনার অভিযোগ উঠেছে।
এ সময় মানসিক দুর্বলতার শিকার হয়ে অজ্ঞান হয়ে পড়লে ভুক্তভোগীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে দ্রুত চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায় শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে পিঠা উৎসবে অভিযুক্ত চার ছাত্র তাকে একা ডেকে নিয়ে মানসিকভাবে হেনস্তা করে।
ঐ ছাত্রীর কান্না শুনে সেখানে উপস্থিত অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্তদের সাথে অন্যান্য ছাত্রদের বাক-বিতণ্ডা হয়। অন্যান্য ছাত্রীরা ওই ছাত্রীকে হলে নিয়ে গেলে সে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়।
শনিবার দুপুরে প্রক্টরের কাছে এ ব্যাপারে অভিযোগ করে অভিযুক্তদের শাস্তি দাবি করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। অভিযোগ পেয়ে প্রক্টর উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমঝোতা করার চেষ্টা করেন। এ সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে অনড় থাকলে প্রক্টর বিষয়টি শৃঙ্খলা বোর্ডের কাছে পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন।
অভিযুক্তদের অন্যতম মাহফুজের বিরুদ্ধে এর আগেও ৭৪ ব্যাচের অন্য একজন ছাত্রীকেও লাঞ্ছনার অভিযোগ পাওয়া গেছে।
মাহফুজ ছাড়া অপর তিন ছাত্র হলেন বিশ্ববিদ্যালয়ের ৭৩ ব্যাচের ছাত্র মাহফুজ রহমান, আব্দুল্লাহ আল মামুন, তারিক আহমেদ ও আফাজ উদ্দীন।
এদিকে প্রক্টরের অফিসকক্ষের সামনে অবস্থানকালে প্রথমবর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগ ওঠে চার অভিযুক্ত ছাত্রের বন্ধুদের বিরুদ্ধে।
চার শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা স্বীকার করে প্রক্টর মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বিষয়টি শৃঙ্খলা বোর্ডের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রেখে যতটুকু সম্ভব করার , আমরা চেষ্টা করবো।
অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫