ঢাকা: বিএনপি-জামায়াত জোটের টানা হরতালে এসএসসি ও সমমানের বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নয়টি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আপাতত এসব পরীক্ষা স্থগিত রাখা হলো।
১২ ফেব্রুয়ারি আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডে ফিকহ ও উসুলুল ফিকহ; কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৯২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২(৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৭২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।
হরতালের কারণে পাঁচ দিনে মোট ৩৭টি বিষয়ের পরীক্ষা বাধাগ্রস্ত হলো।
গত ৮ ফেব্রুয়ারি থেকে ডাকা বিএনপি জোটের টানা হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার এক বিবৃতিতে তা ১৩ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের কাছে বড়। আমরা তাদের হিংস্রতার মুখে ঠেলে দিতে পারি না। এসব কর্মসূচিতে তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরীক্ষা স্থগিত করা হলো।
এবার মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী নিয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এর আগে ২, ৪, ৮ ও ১০ ফেব্রুয়ারির ২৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।
এসব পরীক্ষা ৬ ও ৭ ফেব্রুয়ারি এবং ১৩ ও ১৪ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫/আপডেটেড-১৬০৫ ঘণ্টা