ঢাকা: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা ‘পাঁচ শতাংশ করে হাইকোর্টের দেওয়া রায়’ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) খারিজ করে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।
ফলে হাইকোর্টের রায় তথা মেডিকেলে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবী সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫।