ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইচ্ছে’র ৩ বছর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
ইচ্ছে’র ৩ বছর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: পথ শিশুদের নিয়ে কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে’র তিন বছর পূর্তি উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

এ সময় পথ শিশুদের মধ্যে বিতরণ করা হয় স্কুল পোশাক।

পরে, শিশুদের নিয়ে পুরাতন ফোকলোর চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। র‌্যলিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, ইচ্ছে’র সভাপতি দেবশ্রী মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, সাংগাঠনিক সম্পাদক সীমা খাতুন প্রমুখ।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইচ্ছে’ ২০১২ সালের ১২ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার পথ শিশুদের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।