ঢাকা: অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা জার্নাল ‘ইয়ারবুক অব ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’ (আইএসএসএন: ০৯৬৫-১৭২১, ভলিউম ২৪)- এ সম্প্রতি বিশ্ব পরিবেশ আইন বিষয়ে ড. কুদরাত-ই-খুদা বাবুর লেখা অর্টিকেল প্রকাশিত হয়েছে।
ড. কুদরাত-ই-খুদা বাবু ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস’র (ইউআইটিএস) আইন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।
এছাড়া জার্মানি থেকে কোম্পানি আইন বিষয়ের ওপর লেখা তার একটি বইও (আইএসবিএন: ৯৭৮-৩-৬৫৯-৬৩৭৭১-১) সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর আগে তার লেখা আর্টিকেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জার্নালসহ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
ড. কুদরাত-ই-খুদা বাবু শিক্ষকতার পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক সদস্য এবং বিশ্ব পরিবেশবাদীদের সংগঠন গ্রিনপিস ইন্টারন্যাশনালের কর্মী। শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে স্কলারশিপ, ফেলোশিপসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫