ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নাটোরে আর্মি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নাটোরে আর্মি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন

নাটোর: নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে সেনানিবাসের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভবনে সেনাবাহিনী পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।



কাদিরাবাদ সেনানিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল অহিদুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সেনাবাহিনীর বগুড়া এরিয়া কামান্ডার মেজর জেনারেল আব্দুল্লাহিল বাকী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এইচ এম শহীদুল্লাহ সহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিশ্ববিদ্যালয়ে শুরুতে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে  বিভাগ শিক্ষার্থী ভর্তি করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।