ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএসএমএমইউ’র দ্বিতীয় সমাবর্তন রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
বিএসএমএমইউ’র দ্বিতীয় সমাবর্তন রোববার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) দ্বিতীয় সমাবর্তন রোববার (১ মার্চ) অনুষ্ঠিত হবে।   ৫১৭ জন শিক্ষার্থী এ সমাবর্তনে তাদের সনদ গ্রহণ করবেন।



শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মিলন হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলনে সমাবর্তনের বিভিন্ন দিক তুলে ধরে প্রচার উপ-কমিটি।

উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত জানান, রাষ্ট্রপতি আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের পাশে নতুন জায়গায় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তন বক্তার বক্তব্য রাখবেন ভারতের কিং জর্জস মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রাভি কান্ত।

প্যাথলজি বিভাগের অধ্যাপক ও প্রচার উপ-কমিটির সভাপতি ডা. কামরুল হাসান খান জানান, সমাবর্তনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সমাবর্তনে দেশের চিকিৎসা খাতের বিভিন্ন বিভাগে অবদান রাখায় সাতজন চিকিৎসককে সম্মানজনক পিএইচডি ডিগ্রি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক রুহুল আমিন মিয়া, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন), প্রিভেনটিভ অ্যান্ড সোসাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. আলী আজগর মোড়ল, কোষাধ্যক্ষ অধ্যাপক জুলফিকার রহমান খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।