পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২১৪টি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার ৪০ হাজার শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে একযোগে এই কর্মসূচির উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এ উপলক্ষে শহরের আদর্শ প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহেনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব বাবলু কুমার সাহা, দিনাজপুরের জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একরামুল হক, নির্বাহী পরিচালক শহিদুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির রংপুর প্রতিনিধি হাফিজা খাতুন, বিভাগীয় উপ-পরিচালক মহিউদ্দিন তালুকদার প্রমুখ।
স্কুল ফিডিং কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষার্থী এখন থেকে প্রতিদিন ৭৫ গ্রামের পুষ্টিকর একটি করে বিস্কুট পাবে।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫