ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

গণবিশ্ববিদ্যালয়ে এমপিএল শুরু হচ্ছে সোমবার

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
গণবিশ্ববিদ্যালয়ে এমপিএল শুরু হচ্ছে সোমবার

গণ বিশ্ববিদ্যালয়(সাভার): সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত মাইক্রোবায়োলজি প্রিমিয়ার লিগ (এমপিএল)২০১৫ শুরু হতে যাচ্ছে।

সোমবার (০২ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এমপিএল’র উদ্বোধন করবেন।



রোববার (০১ মার্চ) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রথমবারের মত এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে। এতে মাইক্রোবায়োলজি বিভাগের চারটি দল অংশ নিচ্ছে। দল চারটি হল, মাইক্রো পাইরেটস(Micro Pirates), মাইক্রো ইউনিকর্ন(Micro Unicorn), মাইক্রো গ্ল্যাডিয়েটর(Micro Gladeator) ও মাইক্রো রয়েল কিংস (Micro Royel Kings)।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।