ঢাকা বিশ্ববিদ্যালয়: লেখক-ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ধর্মঘট পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।
ধর্মঘটে কলাভবনের অধিকাংশ বিভাগের ক্লাশ দুপুর পর্যন্ত বন্ধ ছিল।
ধর্মঘট উপলক্ষে সকাল ৭টা থেকে জোটের নেতাকর্মীরা ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশ হয়।
অভিজিৎ রায়ের হত্যাকারীদের বিচারের দাবি তুলে বক্তারা বলেন, অবিলম্বে খুনীদের সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড বিচারহীনতার সংস্কৃতির ফল বলে উল্লেখ করেন বক্তারা।
প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল প্রমুখ।
মঙ্গলবার সংহতি সমাবেশ
একই দাবিতে মঙ্গলবার (৩ মার্চ)বিকেল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতার সংহতি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ছাত্রজোট।
অধ্যাপক আনু মুহাম্মদ, তানজীমউদ্দিন খান, অধ্যাপক এম এম আকাশসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংহতি সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জোটের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫