জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমানের স্মরণে শোকসভা হয়েছে।
সোমবার (০২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, তার এ মৃত্যু অনাকাঙ্ক্ষিত। তিনি একটা সাধারণ পরিবার থেকে নিজ চেষ্টায় উঠে এসেছিলেন। সব সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করতেন। তার এ অকাল মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একজন উদ্যমী শিক্ষককে হারালো।
জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূরের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী প্রমুখ।
সভা শেষে অধ্যাপক সিদ্দিকুর রহমান ও জবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু হোসেন সিদ্দিকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫