ঢাকা: বিএনপি জোটের হরতাল বাড়ানোর কারণে বুধবার (০৪ মার্চ) অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
৭২ ঘণ্টার হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার (০৬ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলানিউকে তিনি বলেন, ৪ মার্চ অনুষ্ঠেয় এসব বিষয়ের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।
অবরোধের মধ্যে হরতালের কারণে ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি ১৩ দিনের ২৭২টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেল।
অবরোধ ও হরতালের মধ্যে ছুটির দিন শুক্র ও শনিবারে পরীক্ষা নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (৪ মার্চ) এসএসসিতে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়), আরবি, সংস্কৃত, পালি, কর্মমূখী শিক্ষা (তত্ত্বীয়), কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়), চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।
দাখিলে পৌরনীতি, মানতিক, কৃষি শিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), উর্দু, ফার্সি, কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিল।
এসএসসি ভোকেশনাল ও ভোকেশনাল দাখিলে বুধবার কোনো পরীক্ষা ছিল না।
এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
এর আগে ২, ৪, ৮, ১০, ১২, ১৫, ১৮, ২২, ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১ ও ৩ মার্চের এসএসসি ও সমমানের পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।
৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি থেকে অবরোধ পালন করে আসছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। পাশাপাশি ছুটির দিন ছাড়া ২ ফেব্রুয়ারি থেকে প্রতিদিনই হরতাল পালন করছে সরকার বিরোধী এ জোট।
বিএনপি-জামায়াত জোটের হরতালে ২০১৩ সালেও এসএসসির ৩৭টি বিষয় এবং এইচএসসির ৪১টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।
ওই বছরের জেএসসি-জেডিসির ১৭টি বিষয় এবং প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর দুটি বিষয়ের পরীক্ষা হরতালের কারণে পিছিয়ে দেওয়া হয়।
গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত জেএসসি-জেডিসির চার দিনে নয়টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায় হরতালের কারণে।
চলতি বছরের এসএসসির লিখিত পরীক্ষা আগামী ১১ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে শেষ করা যাচ্ছে না।
শিক্ষামন্ত্রী বলেছেন, মার্চের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫