ঢাকা: ৩৩ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ২৯ জনকে নন-ক্যাডার পদে নির্বাচন কমিশনে (ইসি) নিয়োগ দেওয়া হয়েছে। তারা উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাবেন।
বুধবার ইসির জনসংযোগ পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আগামী ১৯ মার্চ নিয়োগপ্রাপ্তদের নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করতে হবে। ওই তারিখে যোগদান না করলে ধরে নেয়া হবে, তারা যোগদান করতে ইচ্ছুক নন। একইসঙ্গে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে এখানে ক্লিক করুন
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫