ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজে ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজে ক্রীড়া প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় এস ও এস হারম্যান মেইনার কলেজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১৮তম এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সামস্-উল-আলম।



অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠানের বগুড়া শাখার পরিচালক মো. ছিদ্দিকুর রহমান, অধ্যক্ষ প্রফেসর তসলিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কলেজের মান সম্মত পাঠদান ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে বলেন, সম্ভবত এ কারণেই এখানকার পড়ালেখার ফলাফল এতটা ভাল। তিনি লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করে শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা,মার্চ ০৫,২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।