ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৫
৬০ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ছবি : জি এম মজিবুর - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি মার্চ মাসের মধ্যেই এসএসসি পরীক্ষা শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফলও ঘোষণা করা হবে।



Education_minister_05শনিবার (০৭ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে বার বার এসএসসি পরীক্ষা বিঘ্নিত হওয়ায় পরিপ্রেক্ষিতে তিনি এ আশা প্রকাশ করলেন।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

পদার্থ বিজ্ঞান পরীক্ষ‍ার প্রশ্নপত্রে যে দুই/একটি ভুল ছিল, তা শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করেন তিনি।

শিক্ষামন্ত্রী এ সময় বিএনপির প্রতি ফের হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান।
 
আগামী ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে বলেও জানান  তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।