রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য ক্যাম্পাসে ফিরে আসায় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের একাংশ।
রোববার (০৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী ঢাকা থেকে ক্যাম্পাসের বাসায় ফিরলে মুখে কালো কাপড় বেঁধে তারা এই বিক্ষোভ-মিছিল করেন।
এর আগে উপাচার্যের ক্যাম্পাসে আসার কথা শুনে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে অবস্থান নেন।
এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিগত চার মাস থেকে উপাচার্য অপসারণের দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চলছে। আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক নূর-উন-নবী বেশ কিছুদিন থেকেই ঢাকায় অবস্থান করছিলেন।
উপাচার্য অপসারণের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ বলেন, উপাচার্য সবার চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তার কার্যকারিতা হারিয়েছেন।
এভাবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সচল করা যাবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫