ঢাকা: প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে আগামী রোববার (১৫ মার্চ)।
ওই দিন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করবেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রথীন্দ্রনাথ রায় বাংলানিউজকে এ তথ্য জানান।
প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তি দেওয়া হয়।
রবীন্দ্রনাথ রায় বলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশের প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফল প্রকাশ করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রাথমিকে মোট ৫৫ হাজার শিক্ষার্থীকে সাধারণ ও ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি দেওয়া হয়।
ট্যালেন্টপুলে ২২ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে, তারা মাসিক ২০০ টাকা করে বৃত্তি পাবে।
আর সাধারণ ক্যাটাগরিতে ৩৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। মাসিক ১৫০ টাকা হারে বৃত্তি পাবে শিক্ষার্থীরা।
দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীরা তিন বছর বৃত্তির অর্থ পাবেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫/আপডেট: ১৫৩৩ ঘণ্টা