গণ বিশ্ববিদ্যালয় (সাভার): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল সরকার ও রাজনীতি প্রশাসন বিভাগের ১৬তম ও ১৭তম ব্যাচের নবীনবরণ এবং সপ্তম, অষ্টম ও নবম ব্যাচের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
এ উপলক্ষ্যে শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে বিভিন্ন কর্মসূচি।
অনুষ্ঠানে সরকার ও রাজনীতি প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আতাউর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মেসবাহউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. মাহমুদ শাহ কোরেশী।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরাও।
স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় অনুষ্ঠানটি।
দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের প্রথম পর্ব। এরপর ছিল অতিথিদের আলোচনা।
মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে নাচ, গান, ৠাম্প এমনকি মঞ্চসজ্জার ক্ষেত্রেও ছিল ষোলআনা বাঙালিয়ানার ছাপ। বাঙ্গালি সাজে সাজতে দেখা যায় সরকার ও রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের।
সরকার ও রাজনীতি প্রশাসন বিভাগের শিক্ষার্থী শামীম শুভ বাংলানিউজকে জানান-“মার্চ মাস স্বাধীনতার মাস। তাই আমরা বাঙালি সংস্কৃতিকে লালন করেছি আমাদের প্রতিটি আয়োজনে। ”
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫