ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং কলা ও মানবিকী অনুষদের গবেষণা প্রকল্পের সার সংক্ষেপ উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছানের সভাপতিত্বে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, অধ্যাপক ড. মো. নূরুল আলম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৫