ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পল্লীকবি জসীম উদদীনের ৩৯তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সাভার উপজেলা অডিটোরিয়ামে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ‘স্বাধীনতার ৪৪ বছর প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কবি জসীম উদদীন পরিষদ এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, গণমানুষ এবং দেশ প্রেমের কথা বলার মাধ্যমে একটি কবিতা পাঠকের হৃদয়ে আজীবন স্থান করে নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে কথা সাহিত্যিক আখতার হোসেন বলেন, প্রত্যাশা ও প্রাপ্তি সমানভাবে ঘটে না। তারপরও স্বাধীনতার ৪৪ বছরে বাংলাদেশের প্রাপ্তি অনেক। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দ্বারপ্রান্তে।
তিনি বলেন, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এক মহাকাব্য হিসেবে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শহীদ উল্লাহ সবুজ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামছুন নাহার।
অধ্যক্ষ আতাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা।
অনুষ্ঠানের প্রথম পর্ব শেষে গান পরিবেশন করেন কাঙালিনী সুফিয়া।
এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫