বরিশাল: বরিশাল নার্সিং কলেজে একাডেমিক ভবন রক্ষার দাবিতে সোমবার (১৬ মার্চ) দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচির পাশাপাশি বেলা ১২টায় বিক্ষোভ মিছিল বের করে তারা।
এর আগে রোববার রাত ৮টা থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের পর একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
আন্দোলনরত শিক্ষার্থী সোহেল ও আতাউর রহমান জানান, বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরাই যেখানে বছরের পর বছর ধরে আবাসন সংকটে ভুগছে। সেখানে নার্সিং কলেজের নতুন একাডেমিক ভবনকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেল কোনোভাবেই বানানো চলবে না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫