ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি উপাচার্যকে স্মারকলিপি দিতে পুলিশের বাধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
ইবি উপাচার্যকে স্মারকলিপি দিতে পুলিশের বাধা

কুষ্টিয়া: দীর্ঘ ১১৩ দিন বন্ধ থাকা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়েছে।

সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীরা কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় ঝিনাইদহ সড়কের কাস্টমমোড়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাস থামিয়ে তাদের নামিয়ে দেয়।

এসময় ঘটনাস্থলেই শিক্ষার্থীরা মানববন্ধনসহ অবস্থান গ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, বিনা উস্কানিতে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ স্মারকলিপি প্রদানে পরিকল্পিতভাবে পুলিশ বাধা দিয়েছে।

১৮ মার্চ ক্যাম্পাস খুলে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ঘোষিত অনির্দিষ্টকালে অনশন কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি দিতে চাইলে তাতে হস্তক্ষেপ করেছে প্রশাসন।

এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় তাদের ক্যাম্পাসে যেতে দেওয়া হয়নি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.লোকমান হাকিম বাংলানিউজকে জানান, শিক্ষার্থীদের দাবি একেবারে ন্যায় সংগত। তবে, কি কারণে পুলিশ তাদের বাধা দিয়েছে সে বিষয়টি তারাই জানেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।