রংপুর: পরিবহন সঙ্কট নিরসনের দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সংগঠনটি এ মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হরতাল-অবরোধের নামে দীর্ঘ চার মাস ধরে বাস বন্ধ রেখেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা জমা নিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছয় হাজার শিক্ষার্থীর চলাচলের জন্য তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। শিক্ষার্থীদের পরিবহন ফি ফেরতসহ বন্ধ বাস দ্রুত চালুর দাবি জানান বক্তারা।
সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সঙ্কট নিরসনে পর্যাপ্ত নতুন বাস ক্রয় করে রুটের সংখ্যা বাড়ানো, শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সুবিধার্থে পার্ক মোড় এলাকায় কমপক্ষে ২টি ওভারব্রিজ স্থাপন করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধন সমাবেশে ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সংহতি জানায়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এসএস