বাকৃবি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।
‘ভেক্টর বর্ন ডিজিজ উইথ জুনোটিক পটেনশিয়াল’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাকৃবির ভেটেরিনারি অনুষদ ও বাংলাদেশ ভেটেরিনারি অনুষদ ছাত্র সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে র্যালির উদ্বোধন করেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ। র্যালিটি ভেটেরিনারি অনুষদ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সামনে এসে শেষ হয়।
পরে বেলা ১২টায় টিএসসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. আনিসুজ্জামান।
এতে অধ্যাপক ড. মির্জা আবুল হাসেম, অধ্যাপক ড. মো. মকবুল হোসেন, অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খানসহ অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ভেটেরিনারি অনুষদের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআর