রাবি: ‘ভেক্টর বর্ন ডিজিস উইথ জুনোটিক পটেনশিয়াল’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এরআগে ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাবির উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াস হোসেন, কৃষি অনুষদের ডিন প্রফেসর শাহানা কায়েস, এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের সভাপতি ড. খন্দকার মোজাফফর হোসেন প্রমুখ।
এদিকে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডাঁসমারি এলাকায় ভেটেরিনারি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফ্রি গবাদি পশুর রোগ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এসআর