রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বহনকারী বাস ও একটি ট্রাকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেছে স্থানীয় পরিবহন শ্রমিকরা। এ সময় এক শিক্ষার্থীকে মারধর করা হয়।
প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী কাটাখালী এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজশাহীর বানেশ্বর রুটের বিশ্ববিদ্যালয়ের একটি বাসকে কাটাখালী এলাকায় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-০৭০১) ধাক্কা দেয়। এতে বাসটি একটুর জন্য খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। এ সময় শিক্ষার্থীরা ট্রাকের শ্রমিকদের বকা-ঝকা করেন ও ট্রাকে ইট-পাটকেল ছোড়েন।
এর জের ধরে কাটাখালী বাজারের ট্রাক ও অটোরিকশা পরিবহন শ্রমিকরা বাসটি আটক করে জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় এক শিক্ষার্থীকে মারধরও করেন শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের হটিয়ে দেয়।
এর প্রতিবাদে সকাল সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান সেখানে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
পরে এ ব্যাপারে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেয় এবং ৫ দফা দাবি জানায়। দাবিগুলো হলো, ছাত্রদের ওপর হামলার সুষ্ঠু বিচার, বাসের ক্ষতিপূরণ আদায়, কাটাখালী বাজারের যানজট নিরসনের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ, মহাসড়ক থেকে অটোরিকশা অপসারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বাংলানিউজকে বলেন, শ্রমিকদের বাস ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়েছে। শিক্ষার্থীরা কয়েকটি অভিযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলবো। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএ