ইবি: শনিবার (০২ মে) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় শনিবার থেকে সবগুলো বিভাগে ক্লাস চালু হচ্ছে। বছরের শুরুতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস চালুর কথা থাকলেও ক্যাম্পাস বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
দীর্ঘ চার মাস বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার পর ৪ এপ্রিল ভর্তি কার্যক্রম শুরু হয় ৩০ এপ্রিল শেষ হয়। এর আগে, ২০১৪ সালের ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন, বছরের শুরুতেই ক্লাস চালুর ইচ্ছা থাকলেও কিছু অনাকাঙ্খিত ঘটনার কারণে তা সম্ভব হয়নি। তবে, সবার সহযোগিতায় ইতোমধ্যে সুষ্ঠভাবে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তির সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার থেকে সবগুলো বিভাগে তাদের ক্লাস শুরু হবে।
২০১৪ সালের ৩০ নভেম্বর বাস চাপায় টিটু নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার জের ধরে সৃষ্ট পরিস্থিতিতে দীর্ঘ চার মাস ক্যাম্পাস বন্ধ থাকে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ০১, ২০১৫
এমজেড