রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।
রোববার (০৩ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ মে থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি। চলবে ৩১ মে পর্যন্ত।
প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক প্রফেসর এসএম এক্রাম উল্লাহ বাংলানিউজকে বলেন, ২১ মে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে হবে। ৩০ মে সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে।
তিনি আরো বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ছুটির সময়ে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। কর্মকর্তা-কর্মচারীরাও ছুটিতে থাকবেন। তাই এ সময়ে হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, এটি প্রাথমিক সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি অনুমোদন করে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমজেড