ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ৩ বিভাগে নবীন বরণ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মে ৪, ২০১৫
ইবির ৩ বিভাগে নবীন বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৪ মে) বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।



সকাল ১০টায় অনুষদ ভবনের ১০৩নং কক্ষে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ।

বাংলা বিভাগের প্রভাষক রওশন আরা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহমান হাবিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ড. হাবিব রহমান, ড. বাকিবিল্লাহ বিকুল, ড. রাশেদুজ্জামান রাশেদ, খোন্দকার আরিফা আক্তার, রোজি আহমেদ, ফৌজিয়া আহমেদসহ বাংলা বিভাগের সব শিক্ষার্থীরা।

এদিকে, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৩৩নং কক্ষে নবীন বরণের আয়োজন করে বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থী হাসান মজুমদার ও অমৃতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি রুহুল আমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সিনা। আরো উপস্থিত ছিলেন, বিভাগের শিক্ষক আসদুজ্জামান, সুতাপ কুমারসহ বিভাগের শিক্ষক ও সব শিক্ষার্থীরা।

এছাড়া অনুষদ ভবনের ৩০৩নং কক্ষে নবীন বরণের আয়োজন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

বিভাগের সহযোগী অধ্যাপক আবব্দুল গফুর গাজির সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আব্দুল লতিফ, অধ্যাপক ড. আব্দুল বারিসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।