ঢাকা: বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) প্রথম উপাচার্য মরহুম কাজী আজহার আলী স্মরণে দিনব্যাপী স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ মে) কোয়ান্টাম ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে কর্মসূচির উদ্বোধন করেন বিইউ’র রেজিস্ট্রার মেজর (অব.) নিয়াজ মোহাম্মদ খান।
কর্মসূচিতে শিক্ষার্থীদের বিনা খরচে হেপাটাইটিস বি ও সি, এইচআইভি/এইডস, সিফিলিসসহ ৪টি রোগের পরীক্ষা করে কোয়ান্টাম ফাউন্ডেশন।
এসময় বিইউ’র আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল উদ্দিন আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. এনামুল আজিজ, পরিচালক (প্রশাসন ও নিরাপত্তা) লে. কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী, ডেপুটি রেজিস্ট্রার সোহেল আহসান নিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৫
আরইউ/এমএ