ইবি(কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে মারপিটের ঘটনায় ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের তন্ময় সাদ্দামের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় নারী নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাসিম বানুকে তদন্ত কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ কার্য দিবসের মধ্যে ফলাফল দিতে বলা হয়েছে।
এদিকে, লাঞ্ছনার শিকার ছাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানান ওই ছাত্রী।
তিনি বাংলানিউজকে বলেন,‘আমার মাথার পেছনে খুবই যন্ত্রণা হচ্ছে। আমি নিয়মিত বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা নিচ্ছি। আমি চাই সাদ্দামের কঠোর শাস্তি হোক। ’
থানায় অভিযোগের বিষয়টি স্বীকার করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) চৌধুরী শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন,‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিব। ’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. টি এম লোকমান হাকিম বাংলানিউজকে বলেন,‘ ওই ছাত্রীর বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সেই অনুসারেই আমি ব্যবস্থা নিচ্ছি। থানায়ও বিষয়টি অভিযোগ আকারে পাঠানো হয়েছে। ’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বাংলানিউজকে বলেন,‘ ঘটনাটি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই ছাত্রের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া তদন্ত কমিটির ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ’
রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে আহত করে ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষা বর্ষের ছাত্র তন্ময় সাদ্দাম। ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা নিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ১১, ২০১৫
পিসি/
** ইবিতে ছাত্রীকে মারধর, জড়িত ছাত্রের শাস্তি দাবি