নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগসমূহের শূন্য আসনে আগামী ১৯ মে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ গ্রুপে মেধাক্রম ৭০১-৭৪৮ পর্যন্ত শিক্ষার্থীদের ১৯ মে উপস্থিত থাকতে হবে। এই গ্রুপের এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড হ্যাজার্ড স্টাডিজ বিভাগে আটটি আসন শূন্য রয়েছে।
‘বি’ গ্রুপে যারা চয়েস ফরম জমাদানকারীদের থেকে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে একটি এবং কোস্টাল এগ্রিকালচার বিভাগে তিনটি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এছাড়া ‘ডি’ গ্রুপে বাণিজ্য বিভাগ হতে উপজাতি কোটায় মেধাক্রম ৬-১০ এর মধ্য থেকে ইকোনোমিক্স অ্যান্ড প্রোভার্টি স্টাডিজ বিভাগের একটি শূন্য আসনে ভর্তি করা হবে।
আরো জানানো হয়, স্বাক্ষাৎকার শেষে ভর্তির অনুমতিপ্রাপ্তরা ভর্তি হতে পারবেন। ভর্তি ফি গ্রুপভেদে ১৭ হাজার ৫০০ টাকা থেকে ১৯ হাজার টাকা।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল সনদ সঙ্গে আনতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ১২, ২০১৫
এসআর