জবি: ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বর্ষবরণে যৌন হয়রানির প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র ইউনিয়নের উদ্যোগে দু’দিনব্যাপী প্রতিবাদী কার্টুন অংকন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বুধবার (মে ১৩) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসিরুদ্দিন অহমেদ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, নারীর উপর যৌন নির্যাতন নির্মূলের জন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক শেখ শুভ সাদিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ১৩, ২০১৫
আইএএ/এএ