ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মেধা উন্নয়নে সরকারের ব্যয় ২৫০০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৫
মেধা উন্নয়নে সরকারের ব্যয় ২৫০০ কোটি টাকা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি অর্থবছরে মেধা উন্নয়নে সরকারের ব্যয় হয়েছে ২৫০০ কোটি টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার (১৬ মে) রাজধানীর কৃষিবিদ কনভেনশন হলে সকাল সাড়ে দশটায় ডিজিটালাইজেশনে আইএসটিটি কর্তৃক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, মেধা উন্নয়নে বর্তমান সরকার খরচ করে যাচ্ছে। চলতি বছরে মেধা উন্নয়নে খরচ হয়েছে ২৫০০ কোটি টাকা। অর্থনৈতিকভাবে আমরা দুর্বল হলেও মেধার দিক থেকে আমরা বিশ্বমানের। তবে কারিগরি শিক্ষার দিকে মানুষের আগ্রহ কম। বর্তমানে আমাদের কারিগরি শিক্ষার্থীর সংখ্যা মাত্র ১ শতাংশ।

সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকার কোনো পার্থক্য করে না বলে মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ।

তিনি জানান, সবার প্রতি আমরা সমান নজর দেই। যারা স্বাধীনতা চায়নি তারা ক্ষমতায় বসে দেশকে পেছনে ঠেলে দেয়ার চেষ্টা করেছিলো। জনগণ দেশের মালিক। তাদের টাকাই দেশ চলছে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে ডিজিটালাইজড করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্র।

মন্ত্রী বলেন, আগে যেখানে খাদ্যে ঘাটতি ছিলো এখন সেখানে খাদ্য রফতানি করা হচ্ছে। মঙ্গা এলাকায় এখন আর কেউ ভাতের মাড় চায় না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. এম আর খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মোনাজ আহমেদ নূর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালিদ, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্যরা।

এসময় অন্যান্য বক্তারা বলেন, পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। দেশকে এগিয়ে যেতে হলে কারিগরি শিক্ষার দিকে নজর দিতে হবে।

অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আইএসটিটি এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইউএম/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ