ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
সোমবার (১৮ মে) দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ শোক বাণী জানানো হয়।
আরেফিন সিদ্দিক তার সাবেক সহকর্মী আনিসুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, আনিসুর রহমান ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক। সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রে তার কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ে স্মরণীয় হয়ে থাকবে।
পৃথক এক বিজ্ঞপ্তিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন বলেন, অধ্যাপক আনিসুর রহমানের মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো। এ দেশে সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রে তার অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
বিজ্ঞপ্তিতে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অধ্যাপক আনিসুর রহমান সোমবার (১৮ মে) রাত দেড়টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসএ/এটি