ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, মে ২২, ২০১৫
জাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নব নির্মিত ভবনের প্রথম থেকে তৃতীয় তলা হস্তান্তরের দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে ওই ভবনের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফটক থেকে মশাল মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ফটকে এসে শেষ হয়।

দুই বিভাগের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী মশাল হাতে মিছিলে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

৩০ এপ্রিল পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য ওই ভবনের তৃতীয় তলা বরাদ্দ দেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। সিন্ডিকেটের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নবনির্মিত ভবনের প্রথম থেকে তৃতীয় তলা হস্তান্তরের দাবিতে সব শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ২২, ২০১৫
এসএন/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ