ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মানিকগঞ্জে পাশের হার ৮৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৫
মানিকগঞ্জে পাশের হার ৮৭

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাতটি উপজেলার ১৫৪টি স্কুল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার ১১ হাজার ৩৬৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে  ৯ হাজার ৯৫৩ শিক্ষার্থী। এ বছর জেলায় পাসের ‍হার ৮৭ দশমিক ৫৭।



শনিবার (৩০ মে) দুপুরে জেলা সহকারী কমিশনার পূর্ণেন্দু দেব এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, এ বছর জেলায় মোট ২৯০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ১৫৪ স্কুলের মধ্যে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

ওই স্কুল থেকে এবার ২৭৩ জন শিক্ষার্থীর ২৬৯ জন পাস করেছে ও জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। ওই স্কুলের পাসের হার ৯৮ দশমিক ৫৩।

এছাড়া জেলার ১০টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মে ৩০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ