ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোবেল জয়ী ভারতীয় সমাজকর্মী কৈলাস সত্যার্থী।
শনিবার (৩০ মে) বিকেলে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা শিক্ষার সার্বিক উন্নয়নসহ সমাজকে সন্ত্রাস, মৌলবাদ ও অসৎ কর্মকাণ্ড কিভাবে মুক্ত করা যায় এ বিষয়ে আলোচনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করায় কৈলাস সত্যার্থীকে ধন্যবাদ জানান উপাচার্য।
৮০’র দশক থেকে শিশু অধিকার নিয়ে কাজ করছেন ভারতের মানবধিকার কর্মী কৈলাস সত্যার্থী। এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছেন। তবে শান্তিতে নোবেল পাওয়ার পর এই প্রথম ঢাকায় এসেছেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ৩০,২০১৫
এসএ/বিএস