ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কারমাইকেল কলেজ ও বেরোবি ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুন ২, ২০১৫
কারমাইকেল কলেজ ও বেরোবি ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগের সঙ্গে কারমাইকেল কলেজের ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৫ নেতাকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।



মঙ্গলবার (২ জুন) বেলা ৪টার দিকে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকার পার্কের মোড়ে এ সংর্ঘের ঘটনা ঘটে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শ‍াহিনুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন, বেরোবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলিফ, সহ-সভাপতি আব্দুল গফুর এবং ছাত্রনেতা কামরুল হাসান। আহত অন্য দুই জনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সোয়‍া ৪টা পর্যন্ত এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় বেরোবি ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শফিউর রহমান শফি বাংলানিউজকে তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ০২, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ