কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা ৫৫তম সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
শনিবার (৬ জুন) সমিতির সভাপতি দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা সিন্ডিকেট সভায় অনুমোদন না হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক জরুরি সভায় রোববার (৭ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে সব ধরনের পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগেও জরুরি সিন্ডিকেট সভার ব্যবস্থা করে পদোন্নতি নীতিমালা ও শিক্ষাছুটি নীতিমালা অনুমোদনের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
টিআই