খুলনা: অনার্স- মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে খুলনায় মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স, মাস্টার্স শিক্ষক পরিষদ।
রোববার (১৪ জুন’২০১৫) দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৩৮২টি বেসরকারি কলেজ অনার্স, মাস্টার্স কোর্সে প্রায় ১৫০০ অধিক শিক্ষক কর্মরত আছেন। বর্তমানে ইন্টারমিডিয়েট পর্যায়ে ১জন ডিগ্রি পাস কোর্সে ১জন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীন কামিল (মাস্টার্স) কোর্সের ১জন করে শিক্ষক এমপিওভুক্ত হন।
অথচ সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্তির শুরু থেকে বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থাপনায় প্রায় ৭০ ভাগ দায়িত্ব বহনকারী বেসরকারি কলেজ সমূহের অনার্স, মাস্টার্স কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত হন না।
মানববন্ধনে খুলনা জেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান মোড়ল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক কাজী ফারুক, শিক্ষক নেতা অধ্যাপক আবু সাইদ, অধ্যাপক মোঃ শাহাজান মোল্লা, হাসিবুজ্জামান বাবু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এমআরএম/এনএস/