ঢাকা: শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন গবেষণা বিভাগকে শিক্ষা সহায়ক সামগ্রী উপহার দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
সোমবার (১৫ জুন) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদকিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা উন্নয়নের জন্য ল্যাপটপ, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, প্রিন্টারসহ বেশ কিছুসংখ্যক শিক্ষাসহায়ক সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়েছে।
ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ঢাবি উন্নয়ন গবেষণা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নিয়াজ আহম্মেদ খানের হাতে শিক্ষাসহায়ক সামগ্রী তুলে দেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, উন্নয়ন গবেষণা বিভাগের অধ্যাপক ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি’র পরিচালক ড. এম আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জুন ১৫, ২০১৫
পিআর/এমএ