রাজশাহী: আলোকিত মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র সারা দেশের এক হাজার ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর মাঝে চালু করেছে বইপড়া কর্মসূচি।
এরই অংশ হিসেবে শনিবার (২৭ জুন) দুপুরে গ্রামীণফোনের সহযোগিতায় রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার নির্বাচিত ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে বুকসেলফ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
অন্যান্যের মধ্যে অধ্যাপক অলক মৈত্র, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ ও ডেপুটি টিম লিডার মেসবাহ উদ্দিন আহমেদ সুমন উপস্থিত ছিলেন।
এসব শিক্ষপ্রতিষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে ‘আলোর পাঠশালা’ নামে একটি করে লাইব্রেরি গড়ে তোলা হচ্ছে বলেও জানান আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
এসএস/এমএ