ঢাকা: শিক্ষা ও জ্ঞান বিস্তারে পারস্পারিক তথ্য আদান-প্রদানে দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক জ্ঞান মেলা’ -এর আয়োজন করবে সরকার।
আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) বা অন্য কোনো সুবিধাজনক স্থানে তিনদিন ব্যাপী এই মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।
রোববার (২৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় শিক্ষাসচিব বলেন, মেলায় দেশি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়কেও আমন্ত্রণ জানানো হবে। যাতে উন্নত দেশের এডুকেশন টেকনোলজি, এডুকেশনাল টুলস সম্পর্কে জানা যায়।
মেলায় শিক্ষার ব্যবহার্য সরঞ্জামাদি প্রদর্শন করা হবে বলেও জানান শিক্ষাসচিব।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এম এ মান্নান বলেন, তাদের অধীনে ১২০টি বিশ্ববিদ্যালয়ের ৩০ লাখ শিক্ষার্থী রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
পরবর্তীতে আরও সভা করে মেলার দিনক্ষণ জানিয়ে দেওয়া বলে বলে আন্তঃমন্ত্রণালয় সভায় জানানো হয়।
সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফাহিমা খাতুনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এমআইএইচ/এটি