রংপুর: প্রস্তাবিত বেতন স্কেল বাতিল এবং স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন রংপুর প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (২৮ জুন) দুপুরে বেরোবি শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণ, সাবেক সভাপতি অধ্যাপক ড. সাইদুল হক ও সমিতির কার্যনির্বাহী সদস্য তাবিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে অধ্যাপকদের বেতন-ভাতা পদায়ন করে সচিবের সমতুল্য করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করাসহ যৌক্তিক বেতন স্কেল ও মর্যাদা নিশ্চিতের দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ২৮, ২০১৫
এসবি/এমএ